
নেত্রকোণার বারহাট্টায় উন্নয়ন কার্যক্রম, আইন শৃঙ্খলা ও জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশ গ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, কৃষি অফিসার রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল কবীর খোকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম আহম্মেদ প্রমুখ।