বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মদনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মদনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মদনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নেত্রকোণার মদন উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জয়নাল আবেদীন (৪০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে বাগজান গ্রামের সামনের হাওরে এ ঘটনাটি ঘটে।

নিহত জয়নাল আবেদীন মদন উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

স্থানীয় এলাকাবাসী জানায়, জয়নাল সকালে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে যায়, এ সময় গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ একটি বজ্রপাত জয়নালের উপর পড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন আশংকা জনক অবস্থায় জয়নালকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আলম জয়নালের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের লোকজনকে শান্তনা ওমৃতের লাশ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক তার পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আরও পড়ুন: পূর্বধলায় আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808