
কলমাকান্দায় ইজিবাইকের চাকায় পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় রাস্তা পরাপারের সময় ইজিবাইকের চাকায় পৃষ্ট হয়ে তাজ বানু (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের পাগলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজ বানু ওই ইউনিয়নের কনুরা গ্রামের মৃত-কাসেম মিয়ার স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায় , বৃহস্পতিবার বিকেলে তাজ বানু তালিম দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে পাগলা বাজার সংলগ্ন রাস্তাটি পারাপারের সময় কৈলাটী বাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের চাকায় পৃষ্ট হন তিনি।
পরে চালকসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়ত্রী দেবনাথ সাংবাদিকদের বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাজ বানুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
শেখ শামীম