
ওভারলোড ও ভেজা বালু বহনকারী ট্রাক বন্ধের দাবীতে কর্মসূচী
ওভারলোড ও ভেজা বালু বহনকারী ট্রাক এবং চালকদের বেপরোয়া গতিতে ট্রাক না চালানোর জন্য দিনব্যাপী সচেতনতামুলক বিভিন্ন কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি (ইজিজি)।
২৭ মে শনিবার ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চৌরাস্তা বাজার, জারিয়া- ঝাঞ্জাইল বাজার, দূর্গাপুর উপজেলার বিভিন্ন বাজার সড়কে এই কর্মসূচী পালন করে।
সকাল ৯ টায় এ কর্মসূচী শুরু হয়ে বিকাল ৩ টা শেষ হয়। এসময় চালকদের ওভারলোড ও ভেজা বালু বহনকারী ট্রাক না চালাতে ও বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য সচেতনতামুলক বিভিন্ন বক্তব্য ও সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরন করা হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লব বলেন কিছু অসাধু ব্যবসায়ী ও ট্রাক চালক বেশী লাভের আশায় ট্রাকে বালু ওভারলোডের পাশাপাশি ভেজা বালুও বহন করছে। এতে করে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি রাস্তাঘাট নষ্ট হচ্ছে। সরকারের প্রতিবছর রাস্তা সংস্থার করার কারনে কোটি কোটি টাকাও গচ্চা দিতে হচ্ছে।
সংগঠনের অন্যতম সদস্য সুপক রঞ্জন উকিল বলেন খোলা ট্রাকে বালু বহন করায় সড়কে চলাচলকৃত অন্যান্য যানবাহনের যাত্রীসহ এলাকার মানুষের নানা ধরনের রোগ বিরোগ হচ্ছে। বালু ভর্তি ট্রাক চালানোর সময় অবশ্যই ত্রিপাল বা ছাউনি দিয়ে ঢেকে ট্রাক চালানোর জন্য ট্রাক চালকদের অনুরোধ জানান।
সংগঠনের অন্যতম সদস্য শংকর ঘোষ পিলু বলেন অদক্ষ ড্রাইভিং লাইসেন্সহীন ট্রাক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে প্রতিদিন সড়ক দূর্ঘটনায় প্রানহানী ঘটছে ও জনগনের জানমালের ক্ষয় ক্ষতি হচ্ছে।
কর্মসূচীতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হুমায়ুন কবির সুমন, আব্দুর রকিব সোহাগ, নয়ন বিশ্বাস, তৌহিদুল আমিন তুহিন, কামাল তালুকদার, সাগর ঘোষ, মোহাম্মদ মোস্তফা, শাহেদ মুন্সি, আবুল বাসার রিপন, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
এসময় বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনার পাশাপাশি ট্রাক চালক ও মালিকদের সরকারে নিয়ম মেনে ট্রাক চালানোর অনুরোধ জানান।