শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

বৃদ্ধা লক্ষী রাণীর খুপরি ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

প্রকাশিত: ০৬:০০, ৩০ মে ২০২৩

আপডেট: ০৬:০১, ৩০ মে ২০২৩

বৃদ্ধা লক্ষী রাণীর খুপরি ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

বৃদ্ধা লক্ষী রাণীর খুপরি ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও 

নেত্রকোনার বারহাট্টায় বাঁশঝাড়ের নিচে খুপরি ঘর নিবাসী স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান লক্ষী রাণীর (৬৫) পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম।

ফেসবুক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এম.এম. মাজহারুল ইসলাম এই বৃদ্ধা লক্ষী রাণীর মানবেতর জীবন যাপনের বিষয়টি জানতে পেয়ে সোমবার তিনি খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন তার বাড়ীতে।

এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) সানজিদা চৌধুরী, বারহাট্টা প্রেস ক্লাসের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। বারহাট্টা উপজেলাধীন গুহিয়ালা গ্রামের অন্যের দেয়া বাঁশঝাড়ের নিচে দীর্ঘদিন ধরে খুপরি ঘরে খুবই মানবেতর ভাবে জীবন যাপন করছেন এই অসহায় দরিদ্র লক্ষী রাণী। লক্ষী রাণীর সাথে কথা বলতে গেলে, তিনি কেঁদে কেঁদে বলেন, ভাগ্যের নির্মম পরিহাসে পরিস্থিতির কাছে আমি পরাজিত, জীবনে বেঁচে থাকা আমার কাছে শুধুই যন্ত্রণা ছাড়া আর কিছুইনা।

তিনি আরও বলেন, ৩০ বছর আগে স্বামী পরিত্যক্তা হবার পর আমার আপনজন বলতে কেউ নেই। তাই অপারক হয়ে বাঁশ ঝাড়ের নিচে খুপরি ঘরে অনিশ্চয়তায় ঝড়-বৃষ্টির মধ্যে অনেক কষ্টে দিন কাটাইতেছি। এলাকাবাসীরা জানান, ব্যক্তিগত জীবনে তিনি স্বামী পরিত্যক্তা এবং নিঃসন্তান। এই বয়সে তার পাশে দাঁড়ানোর মত কোন আপনজন নেই। এলাকাবাসীর দাবী, বারহাট্টা উপজেলা প্রশাসন ও উর্দ্ধতন কতৃপক্ষ যেন লক্ষী রাণীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ একটি সরকারি ঘরের ব্যবস্থা এবং দু’বেলা দুমুঠো খাবারের নিশ্চিয়তার বিষয়ে জোর দাবী জানান।


উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম বলেন, উপজেলার গুহিয়ালা গ্রামের হতদরিদ্র লক্ষী রানীর বাড়িতে গিয়ে তার বিষয়ে খোঁজ- খবর নেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তাকে খাদ্য সহায়তা প্রদাণ করা হয়েছে। তার পাশে উপজেলা প্রশাসন আছে। এ বৃদ্ধ বয়সে অসহায় লক্ষী রানীকে প্রাথমিক ভাবে ঘর তৈরীতে ঢেউটিন প্রদাণের ব্যাপারে এবং পরবর্তীতে আশ্রয়ণের ঘর দেওয়ার ব্যাপারে সার্বিকভাবে সহায়তার

আশ্বাস দেয়া হয়। অসহায় ও হত-দরিদ্রদের কল্যানে সর্বদা পাশে থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাঁঠাল গাছের সাথে এ কেমন শত্রুতা!