মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে মাদকের কুফল সম্পর্কে অবহিতকরণ ও আলোচনা সভা

প্রকাশিত: ১৯:০৩, ৩ জুন ২০২৩

ফুলবাড়ীতে মাদকের কুফল সম্পর্কে অবহিতকরণ ও আলোচনা সভা

ফুলবাড়ীতে মাদকের কুফল সম্পর্কে অবহিতকরণ ও আলোচনা সভা

'নেশাকে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (৩ জুন) মাদকের কুফল সম্পর্কে অবহিতকরণ ও মাদকবিরোধী সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২ টায় তওবা মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমদাদ হোসেন।

এতে প্রভাষক হারুন উর-রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরমেয়র মাহমুদ আলম লিটন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্টার ন্যাশনাল সার্টিফাইট এডিকশন প্রফেশনাল ট্রেইনার ইকবাল হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম  বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত প্রমুখ।

সভায় শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ২৩৯টি অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798