বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯:৩৫, ৭ জুন ২০২৩

ফুলবাড়ীতে এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে ফুলবাড়ীতে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৩২ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ১০টায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার বারোকোনা নামকস্থানে ঘটে।

নিহত ব্যক্তির নাম পরিচয় মেলেনি এ বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বারোকোনা নামকস্থানে ফাঁকা জায়গায় সড়কের উপর পিষ্ট হওয়া একটি রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করেন এক পথচারী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে রাস্তার পারাপারের সময় কোনো গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সড়কের ওপর মরদেহ পড়েছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নিয়ে গেছে। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। পিবিআই'র একটি টিম পরিচয় শনাক্তে কাজ করছে। ধারণা করা হচ্ছে নিহত ব্য‌ক্তি‌টি মানসিক ভারসাম্যহীন ছি‌লেন।

আরো পড়ুন: ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808