বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

প্রকাশিত: ২০:২৭, ১০ জুন ২০২৩

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

বাড়ী থেকে লিচু নিতে যাওয়ার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগামী পাইপবোঝাই ট্রাকের ধাক্কায় হামিন রহমান (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০জুন) সকাল ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া নামকস্থানে (ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক) দুর্ঘটনাটি ঘটে।

নিহত হামিন রহমান নাবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পলি মির্জাপুর গ্রামের বুদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে লিচু আনার জন্য অটোরিকশা নিয়ে চিরিরবন্দরে যাচ্ছিলেন হামিন রহমান৷ পথিমধ্যে পুটকিয়া নামকস্থানে দিনাজপুরগামী (ঢাকা মেট্রো- ট-১৩-৫৫৩৮) ছিনা-মুন্নি নামে পাইপবোঝাই একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। 

এতে অটোরিকশা চালক হামিন রহমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই হামিন রহমানের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ট্রাক চালক ও সহোযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বড় ভাইয়ের সনদে চাকরি করতেন ছোট ভাই!


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808