
জৈন্তাপুরে বজ্রপাতে দুইজন নিহত
জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকায় বজ্রপাতে ১ কাঠমিস্ত্রী নিহত।
স্থানীয় সূত্রে যানা যায়, ১৭জুন শনিবার সকাল ৭টায় প্রতি দিনের মত কাজের উদ্যেশে বাড়ী থেকে বের হন। প্রতি মধ্যে গ্রামের নুরুল মাষ্টারের বাড়ীর সামনে আসা মাত্র আকাশ থেকে বজ্রপাতেরে টুকরো মোস্তফা মিয়ার উপরে পড়লে ঘটনা স্থলেই মারা যায়।
সে উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের মৃত আরফান আলীর ছেলে মোস্তফা মিয়ার (৩৫)। ঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের সাথে কথা বলেন ও তাৎক্ষণিক জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
অপর দিকে গত ১৬ জুন শুক্রবার দুপুরে দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মাওলানা আব্দুল গফুর (৫৫) নামের এক ব্যাক্তি বজ্রপাতে নিহত হন।
আরও পড়ুন: নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি