
ফুলবাড়ীতে বিভিন্ন রোগী ও এতিমখানায় চেক বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (১৩ জুলাই) ২০২২-২৩ অর্থ বছরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীসহ এতিমখানায় ক্যাপিটেশনপ্রাপ্ত নিবাসীদের খাদ্য ও আনুষাঙ্গিক খাতে বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে।
দুপুর সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠান সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে ৪৬ জন রোগীকে ২৩ লাখ টাকা এবং ২৬ টি এতিমখানায় পৃথক অর্থের চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ বিক্রি ও টাকা আত্মসাতের অভিযোগ