
জৈন্তাপুরে সারী নদী হতে নিখোঁজ এক দিন পর যুবকের লাশ উদ্ধার
সারী নদী সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় যুবক সাদিকুর রহমান ৷ এক দিন পর স্থানীয়রা উদ্ধার করে যুবকের লাশ ৷ এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ জুলাই রবিবার দুপুরে ২টায় কাজ শেষে সাতার কেটে বাড়ী ফিরছেন নিখোঁজ যুবক সাদিক সহ তিন জন ৷ তার মধ্যে সদিকুর রহমান নদীর পানিতে তলিয়ে যায় ৷ এরপর হতে স্থানীয় জনতা তাকে উদ্ধারের কাজ শুরু করলে সাদিকুর রহমানকে পাওয়া যায়নি ৷
২৪ জুলাই সোমবার ভোর হতে সারী নদীর ভারত সীমান্তের লক্ষীবাবুর ঘাট হতে বাংলাদেশ সীমান্তের ইউনুছের ঝুম নামক স্থানে ব্যাপক তাল্লাসীর পর ভারত বাংলাদেশ সীমান্তের ১৩০১ মেইন পিলারের ১এস রিভার পিলার এলাকায় দুপুর ১২টায় যুবকের লাশ পানিতে ভেঁসে উঠে ৷
চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়লকে জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় ইউপি সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিখোঁজ যুবক সাদিকের লাশ উদ্ধার করে লালাখাল ঘাটে নিয়ে আসেন ৷
এসময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুকের নেতৃত্বে লাশের সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসেন৷ এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবি আলতাফ হোসেন বেলাল সহ ইউপি সদস্য বৃন্দ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, লাশ ভেঁসে উঠার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম সহ অন্য ইউপি সদস্যদের সহায়তায় নদী হতে যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসি ৷ অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে ৷
আরও পড়ুন: গৌরীপুরে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত