
কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রাম নিবাসী মৃত মহর আলীর ছেলে বৃদ্ধ নুরুল ইসলাম গজু ( ৭০) বাড়ির পেছনে নিজের পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
নিহতের ভাতিজা শাহীনুর আলম জানান, তার চাচা শারিরীক ভাবে অসুস্থ ছিলেন এবং মাঝে মাঝে মাথা ঘুরিয়ে পড়ে যেতেন। আজও হয়তো পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছেন। নিহতের আরেক ভাতিজা জাকির হোসেন বলেন, আমি সকালে স্কুলে যাওয়ার সময় আমার গজু চাচাকে পুকুরের পাড় দিয়ে যাইতে দেখেছি। কিছুক্ষণ পরে শুনি চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন খোজাখুজি পর দেখি পুকুরে লাশ ভাসছে।
পরে তাৎক্ষণিক তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, চেংজানা গ্রাম নিবাসী মরহুম মহর আলীর ছেলে বৃদ্ধ নুরুল ইসলাম গজু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ