
কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে এক কৃষকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া আমন ধানের চারা তুলতে গিয়ে, বৈদ্যুতিক খুঁটির টানা তারে বিদ্যুৎপৃষ্টে হয়ে রতন মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (৭আগষ্ট) বিকালে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামে ঘটেছে। নিহত রতন মিয়া (৫০) উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত রতন মিয়া আমন ধানের জমি রোপনের জন্য বীজতলা থেকে চারা উঠানোর সময় বৈদ্যুতিক খুঁটির টানা সাপোর্টার তারের সাথে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে একই গ্রামের মুখলেছ মিয়া জানান, কৃষক রতন মিয়া একই গ্রামের আব্দুল আজিজ মিয়ার জমির (বীজ তলা) থেকে আমন ধানের চারা উঠাতে গিয়ে পাশেই পল্লী বিদ্যুতের লাইনের খুঁটির টানা তারে হাত দেওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীন মিয়া বলেন, রতন মিয়া একজন নিতান্তই গরীব মানুষ। সে বাড়ির অদুরে অন্য একজনের জমির (বীজ তলা) থেকে ধানের চারা উঠাতে গিয়ে পাশেই পল্লী বিদ্যুতের খুঁটির টানা তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুজিবুর রহমান বলেন, খবর পেলে ঘটনার স্থলের বিদ্যুতের খুটি পরিদর্শন করে দেখা যায়, আমাদের বিদ্যুৎ লাইনের কোন সমস্যা পাওয়া যায়নি। আমরা ধারণা করছি কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় বিদ্যুতের লাইনের সাথে খুঁটির লাইনে বিদ্যুৎ সমস্যায় এ দূর্ঘটনার আশংকা করছি আমরা।
কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম বিদ্যুৎ পৃষ্টে রতন মিয়ার মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: জিপিএ -৫ পেয়েও চার অদম্য মেধাবীর প্রকৌশলী হবার স্বপ্ন পূরণে অনেক বাঁধা