
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ৯ নারী পেলেন সেলাই মেশিন
সেলাই মেশিন পেল প্রশিক্ষণ প্রাপ্ত ৯ নারী। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
কেন্দুয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রশিক্ষণ প্রাপ্ত যেসব নারী সেলাই মেশিন পেয়েছেন তাদের মধ্যে কোনা পাড়া গ্রামের লিজা আক্তার, পৌরসভার আরমবাগের খন্দকার রওশনারা বেগম, জয়কা সাতাশি গ্রামের খুর্শেদা আকন্দ, ভাটিরকোনা গ্রামের ঝরনা আক্তার, শান্তিবাগের মোছা: জান্নাতুন্নেছা, সাগুলি গ্রামের আকলিমা, গড়াডোবা গ্রামের মোছা: ঝরনা আক্তার, ডাউকি গ্রামের মেহেনিকা সুলতানা, কুÐলী গ্রামের রিনা আক্তার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার জানান নারীদের কর্মসংস্থান ও সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মদিনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, সহকারী কমিশনার ভ‚মি মো: রাজিব হোসেন, কেন্দুয়া সার্কেলের সহাকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি প্রমুখ।
আরও পড়ুন: ভূট্টা চাষে কৃষকের ভাগ্য বদলাতে পারে