
সিলেট তামাবিল মহাসড়কে মোটর সাইকেল আরোহী নিহত
সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত, অপরজন গুরুতর আহত।
স্থানীয় সূত্রে জানাযায়, বিকাল ৩টায় সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল (রা:) কলেজ সংলগ্ন এলাকায় মোটর-সাইকেল ও পিকআপ গাড়ির মূখমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১জন মোটর সাইকেল আরোহী নিহত হন, সে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের বশির মিয়ার ছেলে ছালিক মিয়া (২৫)।
অপর আরোহী একি গ্রামের আব্দুল মালিকের ছেলে কামিল আহমদ (১৮)। স্থানীয় জনতা আহত ব্যাক্তিকে উদ্বার করে সিলেটের একটি হাসপাতালে পেরণ করেন।
প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরুধ করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরীর জনতাকে শান্ত থাকার আহবান জানান ও তাহার সহযোগিতায় থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ মহাসড়কে যান চলাচলা সাভাবিক করে দেয় এবং নিহত ব্যাক্তির মৃত দেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়।