সাপাহারে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
নওগাঁর সাপাহার উপজেলা আ’লীগ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল শোক র্যালি বের করা হয়। শেষে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন মন্ডল, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, উপজেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ গন আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আরও পড়ুন: কলমাকান্দায় পুলিশি জালে ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তি আটক