স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
‘‘সেবাই হোক ব্রত -পথ চলাই অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যে নেএকোনা দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার স্বেচ্ছাসেবক টিম ও সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কবরস্থান পরিচ্ছন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সর্বশেষ পরিচ্ছন্ন কার্যক্রমের মধ্যদিয়ে এ কর্মসুচী সম্পন্ন হয়।
সপ্তাহব্যাপি এ কর্মসূচিতে দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থান সম্পুর্ন পরিস্কার করেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা বলেন, দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় আগাছা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থানটি। এতে করে মৃতদের কবর দিতে তাদের স্বজনদের কষ্ট হত। এ কারণে সর্বস্তরের অংশগ্রহনে এ কর্মসূচির উদ্যোগ হাতে নিয়েছে। যুবকদের এ মহতি কাজের জন্য প্রশংসা জানিয়েছেন শহরের সর্বস্তরের জনগন।
এ সময় অন্যদের মধ্যে, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন কার্যক্রমে স্বেচ্ছাসেবক টিমের দলনেতা মাহমুদুল হাসান সুজন ও তার দল, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, সাংবাদিক শফিকুল আলম সজিব, দিলোয়ার হোসেন তালুকাদার সহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন। এ কর্মসূচির শেষে কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।