
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বাছুর ও খাদ্য বিতরণ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গবার সকাল ১১ টার দিকে আদিবাসীদের মধ্যে ৭০টি ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভার:) মো. উবায়দুর রহমান সাহেল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শিলা রানী দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার
“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আধিবাসী নেতা সাইমন তজু, বিপ্লব মজুমদার, সুমন চৌধুরী পাভেল, প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার,দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি প্রমূখ। উক্ত প্রকল্পের আওতায় ৭০টি আদিবাসী পরিবারকে ১টি করে ষাঁড় গরু ও ১৫০ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: বারহাট্টায় পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত