ঢাকায় লিটারেচার সম্মাননা পেলেন ফুলবাড়ীর আজম মণ্ডল রানা
সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটির লিটারেচার সম্মাননা-২০২৩ পেলেন দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজম মণ্ডল রানা।
গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনের ওয়েষ্টিন রেস্টুরেন্টে আয়োজিত অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটির লিটারেচার সম্মাননা প্রদান প্রদান করা হয়।
আনুষ্ঠানিকভাবে আজম মণ্ডল রানাকে সম্মাননা স্মারকপূর্বক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
এতে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত যুগ্ন-সচিব কবি ও সাহিত্যিক ড. আমিনুর রহমান মো. তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল, প্রধান আলোচক কবি সংগঠক ও অভিনেতা এ.বি.এম. সোহেল রশিদ, বিশেষ আলোচক কবি সংগঠক ও নাট্যকার মোসলেহ উদ্দিন প্রমুখ।
আজম মণ্ডল রানা ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের বেতদিঘী গ্রামের সন্তান। তিনি বেতদিঘী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের উপদেষ্টা এবং কড়াই যুব বন্ধন ১০০ সদস্য সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত তিনি। তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বেশ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: বারহাট্টায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার