বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দুর্গাপুরে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চালক নিহত

প্রকাশিত: ১৯:৫৪, ২ অক্টোবর ২০২৩

আপডেট: ১৯:৫৫, ২ অক্টোবর ২০২৩

দুর্গাপুরে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চালক নিহত

দুর্গাপুরে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চালক নিহত

নেত্রকোনার দুর্গাপুরে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামক এক চালক নিহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার নালিয়াপাড়া গ্রামের অলি মাহমুদের ছেলে ইসমাইল হোসেন প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ইজিবাইক চালানো বন্ধ করে বাড়ীর গ্যারেজে ইজিবাইকটি চার্জ দেয়। 

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ইসমাইল গ্যারেজে ইজিবাইকের চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ীর লোকজন
ইসমাইলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম দেব-এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সাবেক সংসদ সদস্য ডা.মোহাম্মদ আলী’র ১১তম মৃত্যুবার্ষিকী আজ


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798