
মার ঘুম ভাঙলে দেখেন আম গাছে ডালে ঝুলছে তার ছেলে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আম গাছের ডাল থেকে বিশ বছর বয়সী আবুল কালাম নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে কলমাকান্দা উপজেলার সিধলী ইউনিয়নের কাকুরিয়া মাছিম গ্রাম থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম ওই গ্রামের মো. গিয়াস উদ্দিন ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান। সে কৃষি শ্রমিক ছিল। মৃতের বাবা একজন ভ্যারসাম্যহীন ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রীর সাথে আবুল কালামের মিল না পরায় সম্প্রতি তাকে তালাক দিয়ে চলে যায় স্ত্রী। সে জন্মগত ভাবেই কিছুটা মানসিক সমস্যায় ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবারের পর নিজ ঘরে তার মায়ের সাথে ঘুমিয়ে যায় আবুল কালাম। বুধবার ভোরে মা আনোয়ারা বেগমের ঘুম ভেঙে গেলে তার ছেলে আবুল কালামকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে নিজ বসত বাড়ীর উত্তর পার্শ্বে পুকুর পাড়ের আম গাছের ডালের সাথে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো তার ছেলে আবুল কালামকের ঝুলন্ত দেখতে পান। পরে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। মৃত আবুল কালামকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ওইদিন দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল কালামকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিেবদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুইজন আটক