
দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.আশরাফুজ্জামান’র সভাপতিত্বে দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান আনসারি, প্রধান শিক্ষক মোক্তার উদ্দিন,দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি,উপজেলা জনস্বাস্থ্য অফিসের অন্যন্যা কর্মকর্তা,ওই শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী প্রমূখ।
আরও পড়ুন: চিকিৎসার অভাবে বিষপানে বৃদ্ধার আত্মহত্যা