
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
"দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না"এই প্রতিবাদ্য সামনে রেখে সারা বিশ্বের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
৯ ডিসেস্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল কবির।
এসময় অন্যান্যদের মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান মিজান,সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান,মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা পরিষদ চত্তরে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মোহাম্মদ দুদু মল্লিক