
ঝিনাইগাতীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়নে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে ২ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নলকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান,নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান সহ সংশ্লিষ্ট ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।উক্ত শীত বস্ত্র অনুষ্ঠানে নলকুড়া ইউনিয়নের হত-দরিদ্র শীতার্ত ২ শত পরিবারের মাঝে কম্বল প্রদান করা হয়।