মদনে নাঙ্গল মার্কা’র পক্ষে মিছিল অনুষ্ঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ কে সামনে রেখে নেত্রকোনার (মদন মোহনগঞ্জ কালিয়াজুরী)-৪ আসনের নির্বাচনী এলাকার মদন উপজেলা জাতীয় পার্টির আয়োজনে নাঙ্গল মার্কা পক্ষে মদন পৌর শহরের আল মদিনা মার্কেটের দলীয় কার্যালয় হতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্নরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূর নবী। মিছিলে নেতৃত্ব দেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম শফিক।
এতে অংশ নেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এডভোকেট লিয়াকত আলী খান,নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মান্নান খান আরজু, জেলা যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুল মোস্তফা সবুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন তালুকদার, আটপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি বক্তার খান, খালিয়াজুরি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইউনুস চৌধুরী,এর আগে মদন পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন এবং লিফলেট বিতরণ করেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় নৌকায় ভোট চেয়ে যুব মহিলা লীগের উঠোন বৈঠক