
নির্বাচনে হেরেও কর্মীদের সাহস দিলেন মমতাজ বেগম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়াই করেছেন কন্ঠ শিল্পী মমতাজ বেগম। অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে গেলেন তিনি। নির্বাচনে হেরে গিয়েও কর্মীদের ভুলেননি তিনি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মমতাজের নিজ বাস ভবনে মানিকগঞ্জ ২ আসনের সর্বস্তরের জনগণকে নিয়ে নির্বাচন পরবর্তী একটি আলোচনার সভার আয়োজন করেন।
আলোচনায় সভায় সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ বলেন, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে বাড়িতে থাকতে দিচ্ছেনা আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। আরো বলেন, আপনারা সবাই তালিকা দিবেন কে কি আপনাদের বলছে।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কেন্দার, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাসার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কহিনুর ইসলাম সানি, এ্যাডঃ লুৎফর রহমান, সাদরীন সুমিসহ নানা শ্রেণীর মানুষ।
কর্মীদের সাহস দিয়ে মমতাজ বেগম বলেন, আমি যতদিন বেচে আছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা নিয়ে আপনাদের পাশেই থাকবো। আমার কোনো নেতা কর্মীদের উপর হামলা মামলা দিলে আমিও ছাড় দিবোনা।
আরো পড়ুন: সাধারণ জনগণের ভালবাসায় সিক্ত এডভোকেট রঞ্জিত সরকার