
কেন্দুয়ায় বাউল সাধক মুজিদ তালুকদারের জন্মবার্ষিকী ও গুণীজন সম্মাননা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় উপমহাদেশের বরেণ্য লোকশিল্পীদের মধ্যে অন্যতম বাউল সাধক ও মরমী কবি প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই বাংলার (ভারত ও বাংলাদেশ) লোকশিল্পীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার ইটাউতা গ্রামে কবির সমাধি প্রাঙ্গণে আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠী ও আব্দুল মজিদ তালুকদার স্মৃতি পাঠাগার আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় ।
মাজহারুল ইসলাম মোলায়েমের সভাপতিত্বে ও ছড়াকার রহমান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, নেত্রকোনা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, লোকসংস্কৃতি গবেষক সঞ্জয় সরকার, পালা-নাট্যকার রাখাল বিশ্বাস, কবি স্বাধীন চৌধুরী ও নেত্রকোনা বাউল সমিতির সভাপতি বাউল উমেদ আলী ফকির প্রমুখ ।
সবশেষে নেত্রকোনার লোকসাহিত্য গবেষক অধ্যক্ষ গোলাম মোস্তফাকে সম্মাননা স্মারক ও পশ্চিমবঙ্গের লোকসংগীত শিল্পী মাস্টার বিকাশ বিশ্বাস, ধীরাজ ক্ষ্যাপা ও পাগল বিমলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।
উল্লেখ্য আব্দুল মজিদ তালুকদারের জন্ম ১৮৯৮ সালের ৫ জানুয়ারি, মৃত্যু ১৯৮৮ সালের ২৯ জুন । অলইন্ডিয়া রেডিও এবং গ্রামোফোনে অসংখ্য গান করেছেন তিনি । তাঁর লেখা গানগুলো বাংলাদেশের শিল্পী ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীরা গেয়ে থাকেন ।