
গভীর রাতে শীতার্তদের কাছে কম্বল নিয়ে ইউএনও পলাশ কুমার বসু
মানিকগঞ্জে বাড়ছে শীত। গভীর রাতে শীত নিবারণের কম্বল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু। সোমবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সিঙ্গাইর পৌর এলাকার ৮০ জন দুস্থ ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
ইউএনও পলাশ কুমার বসু বলেন, শীতার্ত, অসহায়, দু:স্থ ও ভাসমান মানুষের কষ্টের কথা চিন্তা করেই রাতে কম্বল বিতরণ করছি। মানুষের যে কোন দুর্যোগে সরকার ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন। এশীতে অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহাদি হোসেন, সিঙ্গাইর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
আরও পড়ুন: ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে পেশাদার খুনি হবি অস্ত্র গুলিসহ গ্রেপ্তার