রাজারহাটে গ্রামীণ ব্যাংকের উদ্যাগে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতারণ
কুড়িগ্রামের রাজারহাটে গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোন এর আয়োজনে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে। ১৭ জানুয়ারী ২০২৪ ইং বুধবার পৃথক পৃথকভাবে সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত গ্রামীণ ব্যাংক রাজারহাট শাখা ও বড়বাড়ী লালমনিরহাট শাখা অফিসের সামনে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে রাজারহাট শাখা ব্যবস্থাপক মোঃ সেরাজুল ইসলাম ও বড়বাড়ী লালমনিরহাট শাখা ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোন এর যোনাল ম্যানেজার মোঃ রকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন -গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোন এর অডিট অফিসার মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লালমনিনহাট এরিয়ার ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেনসহ অন্যান্য সহকর্মীগণ।
উল্লেখ্য এছাড়াও অপরদিকে গ্রামীণ ব্যাংক কাঠাঁলবাড়ী ও ছিনাইহাট শাখায় সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে সাংবাদিকের দায়িত্ব পালনে বাঁধা ও লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন