
সভাপতি গোপেশ সম্পাদক লিটন
সুনামগঞ্জ জেলার ভাটির রাজধানী হিসেবে খ্যাত মধ্যনগর বাজার বনিক সমিতির দীর্ঘ পনেরো বছর পর সকল বব্যসায়ীদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ৬জনের নাম উল্লেখ করে ৫১সদস্যের নতুন একটি কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে গোপেশ সরকার , সিনিয়র সহ-সভাপতি শম্ভু রায়,সাধারণ সম্পাদক লিটন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম ও সপু বনিক কে কোষাধ্যক্ষ করে নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করার আগ মুহূর্তে সকলের মতামতের ভিত্তিতে ১১সদ্যসের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টারা হলেন ডাক্তার স্মৃতি ভূষণ কর, বব্যসায়ী নিপেন্দ্র রায়, আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী , সহ-সভাপতি প্রভাকর তালুকদার পান্না,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু , চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু, বব্যসায়ী আলতু মিয়া,সুবল তালুকদার,গভিন্দ সরকার, মোঃ সাদেক মিয়া।এসময় উপস্থিত বব্যসায়ীরা নবনির্বাচিত সভাপতি সম্পাদক কে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
আজ ৬ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটুর আহ্বানে মধ্যনগর বাজার বনিক সমিতির কমিটি গঠন করার লক্ষ্যে বব্যসায়ীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর বাজারে প্রবীণ বব্যসায়ী ডাঃ স্মৃতি ভূষণ কর। সদর চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী, সহ-সভাপতি প্রভাকর তালুকদার পান্না, সাধারণ সম্পাদক পরিতোষ,যুব ও ক্রীড়া সম্পাদক রিপন সরকার, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ ও বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ ।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি গোপেশ সরকার ও সাধারণ সম্পাদক লিটন তালুকদার প্রতিনিধি কে জানান আমরা মাননীয় সংসদ সদস্য রনজিৎ সরকার মহোদয়ের দিক নির্দেশনায়, স্থানীয় নেতৃবৃন্দদের সাথে পরামর্শ করে বাজারের সাধারণ বব্যসায়ীদের সাথে নিয়ে মধ্যনগর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ করা, বাজারে আগত ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত খাজনা জেনেও আদায় না করে ও সবাইকে নিয়ে বাজারের সার্বিক উন্নয়নের চেষ্টা করব। উল্লেখ্য আগামী ৭ কর্ম দিবসের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সুরঞ্জন তালুকদার