
মধ্যনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা শাখা সৎসঙ্গের উদ্যোগে যুগ-পরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলার সুনইপাড়া জন্ম মহোৎসব অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠান প্রাঙ্গণে শেষ হয়। দুপুর ১২.০১টায় মাতৃসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর ০১টা মহাপ্রসাদ বিতরণ শুরু হয়। বিকাল ৩ ঘটিকায় ধর্মসভা শুরু হয়।ধর্মসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর শাখা সৎসঙ্গের সভাপতি মন্মথ মহানায়ক।
মধ্যনগর শাখা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র পালের সঞ্চালনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন, বাণী,আদর্শ সমাজ গঠনে নারীদের কি ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অরুণ চক্রবর্তী এসপিআর সুনামগঞ্জ, সুকুমার দাস রঞ্জন এসপিআর সুনামগঞ্জ, ডাক্তার নারায়ণ সরকার এসপিআর মোহনগঞ্জ, মতীন্দ্র চন্দ্র দাস এসপিআর মোহনগঞ্জ, কামেন্দ্র চন্দ্র সরকার এসপিআর মোহনগঞ্জ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মধ্যনগর বাজার বনিক সমিতির সহ-সভাপতি শম্ভু রায়, লিটন বনিক, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক গোপাল সরকার,বব্যসায়ী চঞ্চল সরকার, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিমল সরকার, ছাত্রলীগ নেতা সৌরভ মহানায়ক প্রমুখ।
আরও পড়ুন: শেরপুরে পুত্র সন্তানের আশায় স্ত্রীকে হত্যার অভিযোগ: আটক-২
সুরঞ্জন তালুকদার