কেন্দুয়ায় গোগ বাজার ত্রিবেনীঘাটে মহাষ্টমী স্নান উৎসব
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী গোগবাজর ত্রিবেনী ঘাট সুতি সাইডুলী নদীতে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মালম্বীদের মহাষ্টমী স্নান। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী গঙ্গা মায়ের পূঁজা। আগত পূন্যার্থীরা নদীতে স্নান সেরে মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেন।
বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা আশির দশক থেকে ত্রিবেনীঘাটে এ মহাষ্টমী স্নান উৎসবের আয়োজন করে আসছে। এ বছর বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি অনিল চন্দ্র ভদ্র,সাধারন সম্পাদক সজল কুমার সরকারের নেতৃত্বে মহাষ্টমী স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দুয়া উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,কান্দিউড়া ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল মানুষের আন্তরিক সহয়োগিতায় সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয। কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব পরিবারের পক্ষে সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।