
তারাকান্দায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ময়মনসিংহের তারাকান্দায় সদর ইউনিয়নে ভূগলী-(১) গ্রামে পুকুরে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
জানা গেছে,২৩ আগস্ট শুক্রবার ওয়াকিয়া (১০) ও আবদুল্লাহ্ (৭) প্রতিদিনের মত খেলাধুলা ও ঘুরাফেরা করতে যায়। বিকালে বাড়ীতে না আসায় পরিবারের লোকজন তাদের কে খোজাঁখুজি করতে থাকে।
পরে বাড়ীর সামনে ছোট্র পুকুরে খোজাঁর জন্য লোকজন নামে। পরে তাদের মৃত দেহ গুলো উদ্ধার করে স্থানীয়রা।নিহত ওয়াকিয়া- আবদুল্লাহ্ পিতা জহিরুল ও তার স্ত্রী জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন।
নিহতরা তাদের নিজ বাড়ী দাদা-দাদীর নিকট থাকত বলে স্থানীয়রা জানান।অকাল মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুনঃ জৈন্তাপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
মো: শামীম হোসাইন