জনগণ কীভাবে সুফল পাবে?
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সুফল পাওয়া নিয়ে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ার সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নাহিদ হাসান সাগরের সঞ্চালনায় আলোচনায় কথা বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, ঢাকা থেকে মুঠোফোনে কথা বলেন, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, আরও কথা বলেন, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও সমাজ উন্নয়নকর্মী আবুল কালাম আল আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূইয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন, কবি আরাফাত রিলকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সোহাগ হাসান, জুনাইদুল হক মারুফ, সাইমন জাহান, হুমায়ূন কবীর ভূইয়া, রকিবুল হাসান পিয়াস, দিলশাদ রহমান প্লাবন প্রমুখ।
শেষে কেন্দুয়া উপজেলায় একটি নাগরিক কমিটি গঠন বিষয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: বারহাট্টায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর মাদক ব্যবসায়ীরদের হামলা
মো. জিয়াউর রহমান