
কেন্দুয়ার বেখৈরহটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রাচীন বড় বাজার বেখৈরহাটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। অগ্নিকান্ডে পাইকারী মালামালসহ ১২/১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে ৫ কোটি টাকার উপড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধরণা করছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
কেন্দুয়া ও নেত্রকোনা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার পুড়ে যাওয়া বাজারটি পরিদর্শন করেছেন।
বাজারের ব্যবসায়ী ও ইউপি সদস্য হেবলু মেম্বার জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে বেখৈরহাটি পাইকারি বড় বাজার হিসেবে খ্যাত বেখৈরহাটি উত্তরপট্টিতে আগুন লাগে। মুহুর্তেই মধ্যবাজারের দিকে ছড়িয়ে পড়ে।
এতে বাবুল মাষ্টারের মনোহারী দোকান,নয়ন মহাজনের রড সিমেন্টের দোকান,তৌহিদ মিয়ার মিষ্টির দোকান, নজরুল মিয়ার মনোহারী দোকান, লুৎফুর রহমানের মনোহারী দোকান, রূপক বাবুর লাইব্রেরী দোকান, আব্দুল খালেকের মনোহারী দোকান, নজরুল ইসলামের রড সিমেন্টের দোকান, খুরশেদ মহাজনের গোডাউন,রতন বসাকের মিষ্টির দোকানসহ ১২/১৩টি বড় দোকান ও বাপ্পি এবং রূপক বাবুর ২টি বাসা আগুনে পুড়ে যায়। এতে ৫ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, খবর পেয়ে শনিবার সকালে অগ্নিকান্ডের স্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করা হচ্ছে।
আরও পড়ুনঃ নেত্রকোনায় ইমামতির দ্বন্দ্বে চাচাকে হত্যা: গ্রেপ্তার ভাতিজা
রাখাল বিশ্বাস