
বারহাট্টায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা হয়।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে মডেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহŸায়ক মোস্তাক আহম্মেদের সভাপতি ও সদস্য সচিব আশিক আহম্মেদ কমলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রহমত আলী তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহম্মেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ঠাকুর, বিএনপির যুগ্ম আহŸায়ক মোঃ আক্কাছ আলী, আরিফুল্লাহ সোহেল, গোলাম রব্বানী, মাসুদ আলম ফকির প্রমুখ।
এছাড়াও ছাত্রদলের আহŸায়ক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আব্দুল কাদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এ. আউয়াল, বিএনপি নেতা শাহীন, রতন, বাশার, বিল্লাল, সোহেল, ছাত্র দলের সদস্য শাজরুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
লতিবুর রহমান খান