
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের তামাবিল মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট তামাবিল মহাসড়কের ১০নম্বার কুপের সম্মুখে ফিসারী সংলগ্ন স্থানে বাস মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।
নিহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মরহুম লাল মিয়া হাজীর ছেলে সাদিকুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন। তিনি কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন। দূর্ঘটনার পরপর সিলেট তামাবিল মহাসড়কে যান চলাচল বন্দ হয়ে পড়ে।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টহল টিম প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা
গোলাম সরওয়ার বেলাল