
ময়মনসিংহ বিসিকে কীটনাশক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে
ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্প নগরীতে শুক্রবার সকালে হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে গোডাউনে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মতিউর রহমান। তিনি জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়। তবে বেলা ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
হেকেম বাংলাদেশের এরিয়া ম্যানেজার মামুন অর রশিদ জানিয়েছেন, কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো এই গোডাউনে, যা সব সময় তালাবদ্ধ থাকত। সেসময় গোডাউনের নিরাপত্তার দায়িত্বে কেবল একজন দারোয়ান উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের পর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
ফায়ার সার্ভিসের তৎপরতা:
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সময়মতো প্রচেষ্টা চালানোর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্ত কার্যক্রম চলমান:
কীটনাশক গোডাউনে অগ্নিকাণ্ডের কারণ জানতে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
স্থানীয়দের আতঙ্ক:
ঘটনার পর বিসিক শিল্প নগরীতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো ফায়ার সার্ভিসের কার্যক্রমের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে শিল্প এলাকাগুলোতে বাড়তি সতর্কতা এবং সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: সবার সহায়তায় গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ব্যারিস্টার কায়সার কামাল