
আগুনে পুড়ে শেষ কৃষকের স্বপ্ন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাওইপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক সাইফুল ইসলামের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুটি গরু, দুটি ছাগল এবং প্রায় ৪০টি হাঁস-মুরগি পুড়ে মারা যায়।
কৃষক সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সেদিনও গরু ও ছাগল গোয়ালঘরে রেখে ঘুমাতে যান। গভীর রাতে আগুনের গন্ধ পেয়ে দরজা খুলে দেখেন, গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়ালঘরের সবকিছুই পুড়ে যায়। তার দাবি, এ ঘটনায় প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সাইফুল বলেন, “সমিতি থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে গরু কিনেছিলাম। সেগুলোই ছিল আমার সংসারের ভরসা। কিন্তু সব শেষ হয়ে গেল। এখন কিভাবে চলবো, বুঝতে পারছি না। আগুন কিভাবে লাগল তাও বুঝতে পারছি না।”
দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, “ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে আপনাদের মাধ্যমে জানতে পেরে আমরা খোঁজ নিচ্ছি।”
গ্রামের বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে তারা অনুমান করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
এই দুর্ঘটনায় সাইফুল ইসলামের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তারা এখন সহায়তার আশায় তাকিয়ে আছেন।
আরও পড়ুন: কৃষ্ণ কখনো রাজা হতে চাননি