
শ্রীনগরে মোটরসাইকেল চালকের মৃত্যু
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ওভারব্রিজের ওপর এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের এক নারী আরোহী আহত হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাটাভোগের কামারখোলা ওভারব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রিপন (২১)। সে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাজদাই এলাকার আবুল হোসেনের পুত্র। আহত যুবতীর নাম জান্নাত (২০)। স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের কামারখোলা ওভারব্রিজের ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। এ সময় বাইকের একজন নারী আরোহী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লাশটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই মো. জাহিদ জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আহত নারীকে চিকিৎসার পর পরিবারের লোকজন এসে নিয়ে গেছে। আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: কলমাকান্দা হানাদার মুক্ত দিবস আজ
মো: মুজাহিদ খাঁন