
বারহাট্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আয়তুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও চালকসহ অপর এক আরোহী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা মহা সড়কের তেঘরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াতুল আসমা গ্রামের কাসেমের ছেলে। আহতরা হলেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন আহম্মেদ শরীফ, মৃত আব্দুল আজিজের ছেলে শহীদুল আহাম্মেদ। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
বারহাট্টা থানা সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে তিন বন্ধু আসমা নিজ বাড়ী হইতে কলমাকান্দা যাওয়ার পথে নেত্রকোণা-কলমাকান্দা মহাসড়কের তেঘরিয়া বাজার এলাকায় পাকা রাস্তার পাশে বালু স্তুপের উপর দিয়ে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশের্^ থাকা খুটির সাথে ধাক্কা লেগে তিন জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা দূর্ঘটনার বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল হতে তাদের দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়াতুল কে মৃত ঘোষনা করেন। অপর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, ময়নাতদন্ত শেষে আয়াতুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: মোহনগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লতিবুর রহমান খান