
পূর্বধলায় সাদ পন্থীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বর হামলায় চারজন নিহত এবং শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে মাওলানা মোশাররফ হোসেন, তফাজ্জল হোসেন, যোনায়েদ আহমদ, শাহাব উদ্দিন, ওয়ালী উল্লাহ এবং আবু তাহের মোতালেবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাদ পন্থীরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। টঙ্গী ইজতেমায় হামলার ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শোক ও সহানুভূতি। তারা আরও বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর রূপ নেবে।