
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু
রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আগুন নেভানোর কাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন (২৪) নামে তেজগাঁও ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৩টা ৪৫ মিনিটে চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন। আহত মো. হাবিবুর রহমান (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সোহানুর জামান রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে আহত দুই কর্মীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোহানুর মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সোহানুরের সহকর্মীরা জানান, বুধবার রাতে সচিবালয়ে আগুন লাগলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পানি সরবরাহের জন্য পাইপ সংযোগ স্থাপন করার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সোহানুর এবং হাবিবুর গুরুতর আহত হন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সোহানুরের সহকর্মীরা। তাদের মতে, দায়িত্ব পালন করতে গিয়ে সোহানুর জীবন হারালেও তার অবদান অমলিন থাকবে।
আরও পড়ুনঃ ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
দুর্জয় বাংলা