
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে ১১শ পরিবারের মাঝে কম্বল বিতরণ
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কলমাকান্দা উপজেলার তত্ত্বাবধানে শুক্রবার দিনব্যাপী অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১১শ’ পরিবারের মাঝে মানসম্মত কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- যাকাত ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মাসুদ
- মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল মতিন
- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম
- কলমাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার
- কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন
এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সহায়তা করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আরও পড়ুন: ঈশ্বরগঞ্জের ইতিবৃত্ত ও অজানা কিছু ইতিহাস
শেখ শামীম