
মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ড. আনিসুর রহমান
বুধবার সকাল সোয়া ১১ টায় কাউরাট দাখিল মাদ্রাসা মাঠে নামাজের জানাযা শেষে সাইডুলী নদীর তীরে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় অর্থনীতিবিদ ড. আনিসুর রহমানকে। নামাজের জানাযায় ইমামতি করেন প্রয়াত ড. আনিসুর রহমানের ভাতিজি জামাই মাওলানা শফিকুল ইসলাম।
গত ৫ জানুয়ারি দুপুরে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। ড. আনিসুর রহমানের ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী আমিনুর রহমান জানান, আমার ভাবির মৃত্যুর পর থেকেই বড় ভাই ড. আনিসুর রহমান মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। কেমন আছেন জানতে চাইলেই তিনি খুব উত্তেজিত হয়ে যেতেন। ভাবির মৃত্যুর পর থেকেই তিনি ক্রমে ক্রমে অসুস্থ্য হয়ে পড়েন। দুই বছর অসুস্থ্য থাকার পর রোববার দুপুরে তিনি মুত্যু কোলে ঢলে পড়েন। আমি অস্ট্রেলিয়া থেকে আসার কারণে দুই দিন দেরিতে দাফন কাফন করতে হয়েছে। তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন। তারা আমিরিকায় বসবাস করেন।
ড. আনিসুর রহমান কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বাসিন্দা। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের সাবেক মন্ত্রী হাফিজুর রহমানের বড় ছেলে। তার মা আনোয়ারা বেগম। ড. আনিসুর রহমান ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সন থেকে ১৯৭৫ সন পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. আনিসুর রহমান সাদাসিধে জীবন যাপন করেছেন । ক্ষমতা ও অর্থের মোহ তাকে আকৃষ্ট করতে পারেননি। ১৯৭২ থেকে ১৯৭৩ সন পর্যন্ত স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনে মন্ত্রীর পদমর্যাদায় বহাল ছিলেন। কিন্তু রাজনৈতিক কর্মকেক্ষ তার পছন্দ না হওয়ায় সে পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রফেসর পদে ফিরে যান।
আরও পড়ুন: মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ড. আনিসুর রহমান
সমরেন্দ্র বিশ্বশর্মা