
বারহাট্টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলার দুইদিন ব্যাপী শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
পরে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা প্রেসক্লাবের আহŸায়ক শামস উদ্দিন আহম্মেদ বাবুল, সাংবাদিক ফেরদৌস আহমাদ বাবুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এ আউয়াল, বিএনপি’র যুগ্ম আহŸায়ক আরিফুল্লাহ সোহেল, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ারে হোসেন, বারহাট্টা ছাত্র সমন্বয়ক হারিকুল হাসান সৈকত প্রমুখ।
এছাড়াও অন্যান্য অফিসের কর্তকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিজ্ঞান মেলায় উপজেলার ১৪টি স্টল স্থান পায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান জানান, জ্ঞান- বিজ্ঞানের প্রসারতাসহ তরুণ প্রজন্মকে উৎসাহিত করাই এ বিজ্ঞান মেলার উদ্দেশ্য।
আরও পড়ুন: দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
লতিবুর রহমান খান