
উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জহিরুল আলম ভূইয়া
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের পৃথক দুই মামলায় উপজেলা বিএনপি'র আহবায়ক মো. জহিরুল আলম ভূইয়া ও উপজেলা বিএনপি সদস্য মো. শমসের মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম। তিনি বলেন,পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছিলো। সে মামলায় জহিরুল আলম ভূইয়া ও সদস্য মো. শমসের মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।
উল্লেখ্য: গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিএনপি'র শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ও পুলিশের বাগবিতন্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিলো।
আরও পড়ুন: বারহাট্টায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় যুবদল নেতা আটক