
যুবদল নেতা মুশফিকুর রহমান
নেত্রকোনার বারহাট্টায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে বারহাট্টা উপজেলা হাসপাতাল মোড় হতে তাকে আটক করা হয়।
পরে বারহাট্টা থানার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে শনিবার তাকে জেলা আদালতে প্রেরণ হয়। আটককৃত ব্যক্তি হলো উপজেলার ৪নং আসমা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক মুশফিকুর রহমান। সে আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামে মঞ্জুরুল হকের ছেলে।
বারহাট্টা উপজেলা বিএনপি’র আহŸায়ক মোস্তাক আহম্মেদ বলেন, বারহাট্টা থানার পুলিশ উপজেলা হাসপাতাল মোড় হতে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক নামে মিথ্যা মামলায় জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত ও হয়রানীমূলক ভাবে তাকে আটক করেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় মুশফিকুর রহমানকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। শান্তি সমাবেশের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান থাকবে।