মদনে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ৪ বস্তা ত্রানের কম্বল
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের বিরুদ্ধে ত্রানের কম্বল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে।
ইউপি চেয়ারম্যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে ৪শ ১০ পিস কম্বল নিয়ে দুই বস্তা ইউনিয়ন পরিষদে এবং বাকী চার বস্তা কম্বল তার নিজ বাড়ীতে রাখে। প্রচন্ড শীতে কম্বল না পেয়ে হতদরিদ্র লোকজন মৌখিকভাবে অভিযোগ করিলে মঙ্গলবার সরজমিনে গিয়ে তার বসত ঘরে ৪ বস্তা এবং তার বিছানায় ব্যবহৃত ত্রাণের কম্বল দেখতে পাওয়া যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, সরকারি ৩শ ৫০ পিস কম্বল পেয়েছি। বাকী ৬০ পিস কম্বল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউএনওর কথা বলে রেখে দিয়েছে। ৪ বস্তা কম্বল আমার বাড়িতে আছে বাকী ২ বস্তা কম্বল ইউনিয়ন পরিষদে রাখা আছে। আমি সুনামগঞ্জে আছি, সুনামগঞ্জ থেকে এসে কম্বল বিতরণ করব। বাড়িতে কম্বল রাখার বিষয়টি জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যান।
উপজেলা সমবায় অফিসার ও ইউপি ট্যাগ অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, ইউনিয়ন পরিষদে কম্বল নেয়ার বিষয়টি আমার জানা নাই। তবে কম্বল চেয়ারম্যানের বাড়িতে রাখা ঠিক নয়। রেখে থাকলে তিনি অন্যায় করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল জানান, গোবিন্দশ্রী ইউনিয়নে ৪শ ১০ পিস কম্বল ২ জানুয়ারি চেয়ারম্যানকে বুঝিয়ে দেয়া হয়েছে। ত্রানের কম্বল চেয়ারম্যানের বাড়িতে রাখার কোন বিধান নেই। চেয়ারম্যান ত্রানের কম্বল ব্যবহার কিংবা তার বসত বাড়িতে রাখলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নীলগাই জবাই করে গোসত ভাগাভাগি করে নিলেন গ্রামবাসী
সাকের খান