
ময়মনসিংহে খাস জমিতে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ
ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ৩ নম্বর ওয়ার্ডের আনন্দমোহন কলেজের মহিলা হোস্টেলের পেছনে কে.সি রায় রোডে সরকারি সাড়ে তিন শতাংশ খাস জমি ও মালিকানা জমির উপর গড়ে উঠছে অনুমোদনহীন একটি ১৪ তলা ভবন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের লিখিত অভিযোগ (স্মারক নং: ৪৬.২১.৬১০০.০৪৩.০০.০০০.২৪.১৬৯৬, তারিখ: ২৬.১১.২০২৪) এ ভবনটির বেআইনি নির্মাণ কার্যক্রমের উল্লেখ করা হয়েছে।
আইনের তোয়াক্কা না করে নির্মাণ কাজ
ফায়ার সার্ভিস এবং সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই মাহাবুব গং এই বিশাল ভবন নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ অঞ্চলে চলাচলের কোনো রাস্তা না থাকা এবং সরকারের জমিতে নির্মাণ কাজ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিটি করপোরেশনের নগর পরিকল্পনাকারী কর্মকর্তার প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে প্রশাসনের উদাসীনতার বিষয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তারা আরও দাবি করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি এবং স্থানীয়দের ম্যানেজ করে ভবন নির্মাণ কাজ চালানো হচ্ছে।
পুরনো সমস্যার পুনরাবৃত্তি
এ ঘটনা শুধু নতুন নয়। এর আগেও কাচিঝুলির ফাতাহ ভবন ও গাঙ্গিনারপারের গৌরহরী ভবন নিয়ে একাধিকবার রিপোর্ট প্রকাশ হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।
জনমনে প্রশ্ন
সরকারি জমি দখল করে এবং আইন লঙ্ঘন করে এমন ভবন নির্মাণ কতটা সঠিক? এই বিষয়ে সিটি করপোরেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সবার নজর এখন প্রশাসনের কার্যক্রমের দিকে।
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান:
অবিলম্বে এই অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনমনের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে আসছে...